নড়াইলে শ্রমিক নির্যাতনঃপুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

    0
    247

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮অক্টোবর,নড়াইল প্রতিনিধিঃনড়াইলে শহর পুলিশ উপ-পরিদর্শক (টিএসআই) পান্নু শেখের বিচারের দাবিতে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেছে ইজিবাইক শ্রমিকরাা। রবিবার দুপুরে শতাধিক ইজিবাইক ড্রাইভার ও মালিক পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়কের পাশে ইজিবাইক রেখে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে।

    ইজিবাইক চালকরা অভিযোগ করে বলেন, টিএসআই পান্নু শেখ ইজিবাইক শ্রমিকদের শহরের বাইরে ইজিবাইক চালাতে দিচ্ছেনা।  গাড়ী চালালে প্রতি নিয়ত ইজিবাইক শ্রমিকদের মারধর করে  এবং অকথ্য ভাষায় গালাগালি  করে ও গাড়ী আটকিয়ে রাখেন তিনি। দির্ঘদিন যাবৎ পান্নু শ্রমিকদের বিভিন্ন ভাবে নির্যাতন চালিয়ে আসছেন। এ ঘটনার তদন্ত পূর্বক সুষ্ঠ বিচার দাবিও জানান এই শ্রমিকরা।

    তবে অভিযুক্ত (টিএসআই) পান্নু শেখ তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, শহরের বাইরে মহাসড়ক গুলোতে ইজিবাইক চলাচল করতে না দেওয়ায় তারা এ মিথ্যা অভিযোগ করছেন।