নড়াইলে গুনিজন ও গর্বিত পিতা-মাতার সম্মাননা

    0
    204

    শিক্ষা বৃত্তি প্রদান  এবং দরিদ্র প্রতিবন্ধিদের মধ্যে হাঁস-মুরগি বিতরন

     

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,এপ্রিল,নড়াইল প্রতিনিধিঃ  নড়াইলে গুনিজন সম্মাননা, গর্বিত পিতা-মাতার সম্মাননা, শিক্ষা বৃত্তি প্রদান  ও দরিদ্র প্রতিবন্ধিদের মধ্যে হাঁস-মুরগি বিতরন করা হয়েছে। শুক্রবার  শহরের রুপগঞ্জ বাজারের পান্না চত্বরে  একটি বে-সরকারি সামাজিক সংগঠন “সপ্তর্ষি,র আলো ”এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ।

    সপ্তর্ষি”র আলোর আব্দুর রশীদ মন্ন্রু সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পৌর মেয়র  মোঃ জাহাঙ্গীর  হোসেন বিশ্বাস,  প্রফেসর মুন্সি হাফিজুর রহমান,শৈলেন্দ্রনাথ সাহা , ডাঃ বিধান চন্দ্র গোস্বামী ,এনজেলিক,ডেভলপমেন্ট এন্ড ডিজাইন লিঃ এর মোঃ মেহেদী হাসান রওনক, নারীনেত্রী রাবেয়া ইউসুফ, আঞ্জমানআরা বেগম, সপ্তর্ষি”র আলোর সাধারন সম্পাদক মোঃ ইমান আলী মিলনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে ৪ জনকে গুনিজন সম্মাননা ,২ জন গর্বিত পিতা-মাতাকে সম্মাননা, ১ জনকে শিক্ষা বৃত্তি প্রদান এবং ৮ জন দরিদ্র প্রতিবন্ধিদের মধ্যে হাঁস-মুরগি বিতরন করা হয়।