Tuesday 15th of October 2019 07:50:53 AM
Friday 15th of March 2019 10:21:05 AM

নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলাঃবাংলাদেশী খেলোয়াড়রা নিরাপদে

আন্তর্জাতিক, ক্রিকেট, বিশেষ খবর ডেস্ক
আমার সিলেট ২৪.কম
নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলাঃবাংলাদেশী খেলোয়াড়রা নিরাপদে

দু’টি মসজিদে সিজদারত অবস্থায় হামলার স্বীকার ৯ মুসুল্লি নিহত, আটক ১ সন্ত্রাসীঃআহত অনেক,বাড়তে পারে নিহতের সংখ্যা।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে একটি মসজিদে আজ শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা। লিটন দাস ও নাঈম হাসান ছাড়া বাংলাদেশ দলের সবাই মাঠে অনুশীলনে ছিলেন। অনুশীলন শেষে তাঁরা ওই মসজিদে জুমার নামাজ আদায়ে যান।এখন পর্যন্ত এখানে কোন বাঙ্গালী নিহতের সংবাদ পাওয়া যায়নি।বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে ৬,৯ ও ২৭ জনের নিহতের সংবাদ পাওয়া গেলেও এর সংখ্যা অনিশ্চিত।

জানা গেছে মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় একজন তাঁদের মসজিদে ঢুকতে নিষেধ করেন। বলেন, এখানে সন্ত্রাসী হামলা হয়েছে। আতঙ্কিত খেলোয়াড়েরা তখন দৌড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন। খেলোয়াড়দের সবাইকে মাঠের ভেতর থাকতে বলা হয়েছে।

হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের অনেকে  বলেছে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে আশঙ্কা করেছেন।অস্ট্রেলিয়ান একজন নাগরিক আটক তার বয়স ২৮। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিউজিল্যান্ডের একটি অনলাইন সংবাদমাধ্যম স্টাফ ডট কো জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে নামাজ শুরু হওয়ার ঠিক দশ মিনিট পর একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর জানালার কাচ ভেঙে হামলাকারী পালিয়ে যায়। হামলাকারীর হাতে অটোমেটিক রাইফেল ছিল।

হামলার কারন সম্পর্কে আটক অস্ট্রেলিয়ান সন্ত্রাসী জানান -দেশে বিদেশীদের যারা আবাসন করে আছে তাদের তাড়িয়ে দিতেই এ হামলা।

তবে স্থানীয় মুসলিমদের ধারনা “মুলত মুসলিম অভিবাসিদের প্রতি অস্ট্রেলিয়ানদের হিংসার বহিঃপ্রকাশ এই সন্ত্রাসী হামলা।”
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মাঠে আগামীকাল বাংলাদেশ নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট হওয়ার কথা থাকলেও এখন তা অনিশ্চিত।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc