Sunday 1st of November 2020 01:02:03 AM
Friday 29th of May 2015 09:19:18 PM

নারী সমাজকে এগিয়ে নিতে পরিবারের সহযোগিতা প্রয়োজন

বৃহত্তর সিলেট ডেস্ক
আমার সিলেট ২৪.কম
নারী সমাজকে এগিয়ে নিতে পরিবারের সহযোগিতা প্রয়োজন

“নকশী কাথা প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে- মোহাম্মদ আমির আযম খান”

আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯মেঃসিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আমির আযম খান বলেছেন, সমাজ উন্নয়নে সমাজের প্রতিটি পুরুষের যেমন অবদান রয়েছে পাশাপাশি মহিলাদেরও অবদান রয়েছে। তাই সমাজের এই গুরুত্বপূর্ণ অংশ মহিলারা যদি সাবলম্বী হয়ে উঠেন তাহলে সমাজের উন্নতি, সম্পৃদ্ধি অর্জন সম্ভব। আমাদের নারী সমাজকে এগিয়ে যেতে পরিবারের সদস্যদের ভূমিকা পালন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা নারী সমাজকে এগিয়ে নিতে পারি।

তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ৩নং খাদিম নগর ইউনিয়নের আলাই বহর সরৎপাত্র  সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নকশী কাথা প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

খাদিম নগর যুব কল্যান পরিষদের সভাপতি মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় পবিত্র কোরআন থেকে কোরআন তেলাওয়াত করেন সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মন্নান, সিলেট বিভাগ যুব পদকপ্রাপ্ত ফোরামের সভাপতি মোঃ আফিকুর রহমান আফিক।

সভায় অন্যান্য মধ্যে সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল, সহ-সভাপতি মোঃ সিদ্দিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল কামরান হেলন, মোঃ আব্দুল মালিক, আবু সাঈদ শাহীন, লুৎফুর রহমান, ছবর আলী, মোশাহিদ আলী, সোয়েব আহমদ, মোছাঃ সুজনা বেগম, মোঃ আব্দুল আহাদ, মোঃ মিজান উদ্দিন, মোঃ ফয়জুল হক, মোঃ জালাল আহমদ, মোঃ জুনেদ আহমদ ইব্রাহিম, মোছাঃ শাহানা মাহমুদ, মোছাঃ জুবলী বেগম, ফারহানা বেগম লাভলী, প্রশিক্ষনার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন নাফিছা ইসলাম জেরিন। পরে প্রশিক্ষানার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc