নারী পিছিয়ে থাকলে জাতি এগুতে পারবে নাঃসমাজ কল্যাণ মন্ত্রী

    0
    266

    আমারসিলেট24ডটকম,১২ফেব্রুয়ারী,সুমনঃ সমাজ কল্যান মন্ত্রী মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী এমপি বলেছেন, সাধারণ মানুষের বিশেষ করে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে শেখ হাসিনার সরকার গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়েছে। কমিউনিটি ক্লিনিক স্থাপনের ফলে এর সুফল গ্রামের মানুষ ভোগ করছে। গর্ভজনিত মৃত্যু খুবই কষ্ট দায়ক। এ চিন্তা নিয়েই আওয়ামীলীগ সরকার গর্ভবতী মায়েরা যাতে বাড়ীর কাছের ক্লিনিকে গিয়ে সেবা নিতে পারেন সে ব্যবস্থা করে দিয়েছে। যে কারনে দেশে মাতৃমৃত্যূর হার কমে এসেছে। এ ক্ষেত্রে বিশেষ সফলতা অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত হয়েছেন। মেয়েরা মায়ের জাত। এদেরকে সর্বক্ষেত্রে সসম্মানে অধিষ্টিত করতে হবে। আমরা বিশ্বাস করি নারী সমাজ পিছিয়ে থাকলে জাতি এগুতে পারবে না।

    গত রোববার রাতে মৌলভীবাজারের জুড়ী উপজেলার টিএন খানম একাডেমি ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত তথ্য মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) প্রকল্পের আওতায় বহিরাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মুক্তিযোদ্ধা এ.এন.এম জিয়াউল আলম, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম প্রকল্পের পরিচালক এ.এস.এম হারুনুর রশীদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ, সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক ড. মীর শাহ আলম, মৌলভীবাজার পুলিশ সুপার তোফায়েল আহমদ, উপজেলা চেয়ারম্যান এমএ মুমিত আসুক, ইউএনও মোহাম্মদ শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল ইসলাম। আলোচনা সভা শেষে এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত শিল্পী মামুন, নাট্যাভিনেতা চঞ্চল চৌধুরী, ক্লোজআপ ওয়ান তারকা বিউটি সহ আরও অনেক শিল্পীগোষ্ঠী।