নাইজেরিয়ার কলেজে বন্দুকধারীর হামলায় অর্ধশতাধিক নিহত

    0
    210

    আমারসিলেট 24ডটকম,২৯সেপ্টেম্বর:নাইজেরিয়ার এক কলেজে বন্দুকধারীর হামলায় অর্ধশতাধিক নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় এ খবর প্রকাশ করে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।নাইজেরিয়ার ইয়োবে রাজ্যের গুজবা জেলায় এ ঘটনা ঘটে। স্থানীয় কৃষি কলেজের ডরমেটরিতে ঘুমিয়ে থাকা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এক বন্দুকধারী।নিহতের সংখ্যা জানা না গেলেও বিবিসি এ সংবাদ প্রকাশ করে স্থানীয় রাজনীতিবিদদের সুত্র দিয়ে।রয়টার্সের খবরে  জানিয়েছে ২৬টি মৃতদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

    কলেজ প্রভোস্ট মলিমা ইদি মাতো এএফপিকে জানান,নিহতের সংখ্যা ৫০ জনের উপরে। সেইসাথে ১০০০ শিক্ষার্থী ক্যাম্পাস ত্যাগ করে পালিয়েছে বলে নিশ্চিত করেন ইদি।উত্তর-পূর্ব নাইজেরিয়াতে বর্তমানে জরুরি অবস্থা জারি রয়েছে। ইসলামপন্থি সশস্ত্র সংগঠন বোকো হারামের হামলা বেড়ে যাওয়ার কারণেই এসব অঞ্চলে জরুরি অবস্থা জারি করে সরকার।চলতি বছরেরও একই এলাকার আরেক স্কুলে হামলা চালিয়েছিল বোকো হারাম। এতে ১৩ শিক্ষার্থী নিহত হয়।সুত্র,বিবিসি