Wednesday 20th of January 2021 07:37:57 AM
Saturday 28th of November 2020 12:07:10 AM

নবীগঞ্জে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

অর্থনীতি-ব্যবসা, বৃহত্তর সিলেট ডেস্ক
আমার সিলেট ২৪.কম
নবীগঞ্জে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

নূরুজ্জামান ফারুকী,নবীগঞ্জ: নবীগঞ্জ উপজেলা প্রসাশনের উদ্যোগে ২০২০-২১ অর্থ বছরের পূর্নবাসন প্রনোদনা কর্মসূচি আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদুল করিমের সঞ্চালনায় উপজেলা নিবার্হী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ,পল্লী বিদুৎতের ডিজিএম আলী বর্দি খান সুজন, কৃষি কর্মকর্তা মাকসুদুল করিম, প্রকল্প বাস্তবায়বন কর্মকর্তা ছাদু মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, পজীব কর্মকর্তা শাকিল আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, এমদাদুর রহমান মুকুল, মোঃ আশিক, আবু সিদ্দিক, নজরুল ইসলাম, আব্দুল মুহিদ চৌধুরী, মহিবুর রহমার হারুন, সত্যজিৎ দাশ, আবু সাঈদ এওলা মিয়া, জাবেদুল আলম চৌধুরী সাজু প্রমুখ।

বীজ ও রাসায়নিক সার ১ হাজার ৪ শত ৫৫টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়। এ সময় প্রধান অথিতি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষি নির্ভর বাংলাদেশকে খাদ্য উৎপাদনে যাহাতে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন সে জন্য কৃষকদের মাঝে বিনামূল্য সার ও ব্রীজ বিতরন কর্মসূচি হাতে নিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc