নড়াইল লোহাগড়ায় জটিল রোগাক্রান্তদের মাঝে ৪৬ লক্ষ টাকার চেক বিতরণ

0
51

সুজয় বকসী,নড়াইল প্রতিনিধি: নড়াইলে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস,স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দূপুরে লোহাগড়া উপজেলা পরিষদের হলরুমে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।

লোহাগড়া উপজেলার মোট ৯২ জনের প্রত্যেককে ৫০ হাজার করে মোট ৪৬ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
এসময় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র সৈয়দ মশিউর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদার, সরকারি কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here