নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতির ইন্তেকাল

0
90

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি ও নড়াইল বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক প্রবীন সাংবাদিক মোঃ নাইমুর রহমান ফিরোজ (৬৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (৫ এপ্রিল) ভোরে খুলনার একটি বে-সরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সাংবাদিক ফিরোজ গত মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে নড়াইল শহরের কুড়িগ্রামস্থ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন। তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। বুধবার বেলা ১ টায় নড়াইল প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। জোহর বাদ নড়াইল রুপগঞ্জ বাজার জামে মসজিদে জানাজা শেষে তাকে নড়াইল আলাদাতপুরস্থ পৌর কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, সাংবাদিক ফিরোজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নড়াইল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাবেক সভাপতি দৈনিক ওশান পত্রিকার সম্পাদক অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলুসহ সদস্যবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here