নড়াইলে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের প্রতিবাদে সড়ক অবরোধ

0
272
নড়াইলে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের প্রতিবাদে সড়ক অবরোধ

সুজয় কুমার বকসী,নড়াইল প্রতিনিধি:  নড়াইল মুক্ত দিবসের অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের  নাজির এনামুল ও সহকারী নাজির বাবর আলীসহ তার অনুসারী কয়েকজন কর্মচারীর হাতে দুইজন বীরমুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদের নড়াইলে সড়ক অবরোধ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১ ডিসেম্বর দুপুরে নড়াইলের বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

শহরের রূপগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রতিবাদ সভা শেষে কমপ্লেক্সের সামনে নড়াইল-যশোর সড়কে বিজয়ের মাসে ১৬ মিনিটের অবরোধ কর্মসূচি পালিত হয়। অবরোধকালে আগামী ২৪ ঘন্টার মধ্যে ডিসি অফিসের নাজির এনামুল ও সহকারী নাজির বাবর আলীসহ দোষী কর্মচারীদের চাকুরী থেকে বরখাস্তসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণেল দাবি জানান। অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণার হুমকী দেয়া হয়।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত অনুষ্ঠান শেষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট এস এ মতিন ও বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলুকে লাঞ্ছিত করে ডিসি অফিসৈর কর্মচারীরা। এসময় ভিডিওধারণকালে এসএ টিভির নড়াইল প্রতিনিধি আবদুস সাত্তারের নিকট থেকে জোরপূর্বক মোবাইল ছিনিয়ে নিয়ে ভিডিও ডিলিট করে দেয়া হয়।

এ ঘটনায় বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুর্বের সংবাদের লিঙ্ক http://www.amarsylhet24.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here