নড়াইলে চিনের ভ্যাকসিন ১ম ডোজ ৭২৩ জনের গ্রহন,নিবন্ধিত ৩৪,৩৯১ জন
সুজয় বকসী, নড়াইলঃ নড়াইল জেলায় চিনের তৈরী সিনেফার্মের করোনা ভ্যাকসিন বুধবার (৭ জুলাই ২০২১) নড়াইল সদর হাসপাতালে ১১ জনকে ১ম ডোজ দেয়া হয়েছে ।
হাসপাতাল সুত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলায় মোট ১ম ডোজ ৭২৩ জন এ টিকা গ্রহন করেছে। নিবন্ধিত হয়েছে ৩৪,৩৯১ জন।
Translate »