নড়াইলে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

0
482
নড়াইলে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

সুজয় কুমার বকসী, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আব্দুল বারেক নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার ১৩ অক্টোবর সকালে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ দন্ডাদেশ প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামী হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রাজপাট সিলটা গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্দুল বারেক ওরফে বারি। আসামী পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৯ জানুয়ারী নড়াইল জেলার লোহাগড়া উপজেলা শহরের আব্দুল হাই শেখের বাড়ির ভাটাটিয়া আব্দুল বারেক ওরফে বারির ঘরের মধ্য থেকে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আব্দুল বারেক পালিয়ে যায়।

এই মামলার সাক্ষীদের গ্রহণ শেষে অভিযুক্ত আসামীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩ (খ) ধারায় যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। আসামীরা গ্রেফতারের পর সাজা কার্যকর করা হবে বলে আদেশ দেন বিজ্ঞ বিচারক।