নড়াইলে উন্নয়ন সম্ভাবনা নিয়ে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়

0
40

সুজয় বকসী,নড়াইল প্রতিনিধি: নড়াইলের বিদায় জেলা প্রশাসকের সাথে নড়াইলের উন্নয়ন সম্ভাবনা নিয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১ টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান এর সভাপতিত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারন সম্পাদক মোঃ শামীমুল ইসলাম টুলুসহ নড়াইল প্রেসক্লাবের সদস্যগনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকরা বিদায়ী জেলা প্রশাসকের সময় নড়াইলের বিভিন্ন উন্নয়ন কান্ডের কথা তুলে ধরেন এবং যে সব উন্নয়ন করার প্রয়োজন সে বিষয়ে জেলা প্রশাসনের দৃষ্টি গোচর করেন।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানকে নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here