নড়াইলে ইয়াসিনের দু’হত্যাকারী গ্রেফতারঃ
হত্যার দ্বায় স্বীকার

0
61

.

সুজয় বকসী,নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে নিহত ইয়াসিনের দু’হত্যাকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
এ সময় হত্যাকারীদের ব্যবহৃত ছুরি ও ছিনতাই হওয়া ইয়াসিনের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারী) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন । তিনি জানান, গ্রেফতার হওয়া দু’জন প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে। এছাড়াও মোটর সাইকেল কেনা বেচার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ কামরুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ দোলন মিয়া, সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান, ওসি (ডিবি) মোঃ সাজেদুর রহমান ।
পুলিশ জানায়, সোমবার (১৬ জানুয়ারী) রাত ৯টার দিকে শহরের ভওয়াখালী এলাকার বিল্লাল মোল্যার ছেলে ইয়াসিন মোল্যা (২০) মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সাথে পাশ্ববর্তী হিজলডাঙ্গায় মেলা দেখার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

নিখোঁজের ৬দিন পর গত রবিবার দুপুরে সদরের শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া ঈদগাহের পাশ থেকে তার ইয়াসিন মোল্যার (২২) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে একইদিন রাতে ডিবি পুলিশ ইয়াসিনের বন্ধু সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাঁনপুর গ্রামের মফিজ খাঁনের পূত্র হাসিব খাঁন (২০) ও কুদ্দুস মোল্যার পূত্র হোসাইন মোল্যাকে নড়াইল ও যশোর থেকে তাদের গ্রেফতার করে এবং তাদের স্বীকারোক্তিতে সোমবার সকালে আলোকদিয়া গ্রামের একটি সরিষার ক্ষেত থেকে ইয়াসিনকে হত্যার কাজে ব্যবহৃত ছুরি ও যশোরের শার্শা থানার খাজুরা গ্রাম থেকে অপর আসামি মোঃ আমিনের বাড়ি থেকে ইয়াসিনের ব্যবহৃত পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ইয়াসিন নিখোঁজের ঘটনায় তার বোন বাদী শিরিনা খানম গত মঙ্গলবার নড়াইল সদর থানায় একটি জিডি করেন। এ মামলা এখন হত্যা মামলায় রুপান্তরিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here