নড়াইলের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প একনেকে পাশ হওয়ায় আনন্দ মিছিল

0
71

সুজয় কুমার বকসী,নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলায় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প,একনেকে পাশ হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নড়াইল জেলার সর্বস্তরের জনগনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নড়াইলে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জুন) বিকালে বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা এর সৌজন্যে একটি আনন্দ মিছিল নড়াইল শহরের রুপগঞ্জ বাজারে কুন্ডু মার্কেট চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নড়াইল শহরের চৌরাস্তায় গিয়ে এসে শেষ হয়।
জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক স্বপ্নীল সিকদার নীল এর সভাপতিত্বে নড়াইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন কুমার সাহা,পৌরসভার প্যানেল মেয়র কাজী জহির, নড়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আজিজুর রহমান ভুইয়া,জেলা যুবলীগের আহবায়ক মোঃ ওহায়িদুজ্জামান,স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, সাধারন সম্পাদক এস,এম ,পলাশসহ আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্চাসেবক রীগ,ছাত্রলীগের বিপূল সংখ্যক নেতাকর্মি এ সময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here