নগরীর বিভিন্ন সড়কে মিছিল করেছে হরতালবিরোধীরা

    0
    647

    মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে স্বেচ্ছাসেবক লীগ একটি হরতালবিরোধী মিছিল বের করে। মিছিলটি প্রেসক্লাব, হাইকোর্ট এলাকা ঘুরে আবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ফিরে আসে। একই সময়ে এই এলাকাতেই একটি হরতালবিরোধী মিছিল বের করে জাতীয় সমাজতান্ত্রিক দল।

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও লঞ্চঘাট শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা আলাদা আলাদা হরতালবিরোধী মিছিল বের করে সকাল ১০টায়।    

    সকাল নয়টার দিকে মিরপুর ১০ নম্বরে যুবলীগ হরতালবিরোধী মিছিল শেষে সমাবেশ করে। এর আগে পল্লবীতে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা আরেকটি মিছিল বের করে।

    গাবতলী বাস টার্মিনালের সামনে ও শ্যামলীতে অল্প কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকে সকাল থেকেই অবস্থান নিয়ে থাকতে দেখা যায়।

    রাজধানীর কারওয়ানবাজার এলাকায় সকাল সাড়ে ১০টায় ছাত্রলীগের নেতৃত্বে একটি হরতালবিরোধী মিছিল বের হয়।

    মহাখালী এলাকায় তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বে মিছিল হয়েছে।

    হরতালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বেড়েছে অস্থায়ী চেকপোস্টের সংখ্যা। রাজধানীর মাজার রোড, টেকনিক্যাল মোড়, দারুস সালাম এলাকা, মহাখালী বাস টার্মিনালের কাছে, মিরপুর ১০, পল্লবীসহ বিভিন্ন জায়গায় এসব চেকপোস্ট চোখে পড়ে।

    পুলিশ অটোরিকশা, ট্যাক্সিক্যাব, রিকশা থামিয়ে তল্লাশি চালাচ্ছে। বাদ যাচ্ছে না পথচারী।