দেশে পারিবারিক ঝগড়ার জেরে প্রবাসী দুই সহোদরের জীবন শেষ

0
137

আমার সিলেট ডেস্কঃ কুমিল্লা জেলার বড় ভাই মোতাহার ও ছোট ভাই আজাদ। একই মায়ের পেটের সৌদি প্রবাসি দুই-ভাই ঠিকঠাক সুন্দর চলছিল তাদের প্রবাস জীবন।

গত বেশ কয়েক মাস আগে বাড়িতে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে কথা কাটাকাটি হয়, সব সময়ের মতো সেদিনও স্ত্রীদের ঝগড়ার খবর চলে যায় দুই ভাইয়ের কাছে। খবর শুনে ছোট ভাই আজাদ ছুটে যায় বড় ভাই মোতাহার এর বাসায়।

স্ত্রীদের ঝগড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগের মাথায় বড় ভাইকে ছুরির আঘাতে হত্যা করে, সেইদিনই সৌদি পুলিশ গ্রেপ্তার করে ছোট ভাই আজাদকে আর প্রায় তিন মাস পর দেশের মাটিতে এলো বড় ভাই মোতাহারের লাশ.

সৌদি সরকারের আইন অনুযায়ী বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই আজাদের শিরোচ্ছেদ করা হবে। অতঃপর মায়ের বুকের দুই মানিক-রতনের জীবন গল্পের সমাপ্তি! আর তাদের সেই সহধর্মিনীরা ঠিকই অন্য কারো বুকে বাসা বেঁধে নিবে! ভুলে যাবে অতিত, ভুলে যাবে তাদের জীবনেকে ছিল এই আজাদ আর মোতাহের…..

জীবন খুবই বিচিত্র-একটা মহিলা একটা পরিবারকে অনেক উপরে নিয়ে যেতে পারে আবার একটা মহিলা একটা পরিবারকে ধ্বংস করে দেয় স্ত্রীর কথা শুনে যারা পরিবারের রক্তের সম্পর্কের সাথে খারাপ আচরণ করে তারা কখনোই এই পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারবে না যে কোন সময় তাদের উপরে আজাব এবং গজব নেমে আসবে।

নোটঃতথ্যটি অনলাইন থেকে সংগৃহীত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here