দেখো বাংলাদেশ ! পাহাড়ি ঢলের তলায় কালা কাজলের পাখি..

    0
    246

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,০৬এপ্রিল,পাভেল পার্থঃ সজনার হাওর,গুরমার হাওর,দেখার হাওর,শনির হাওর,ঘুইঙ্গাজুরি হাওর,হাকালুকি হাওর,হাইল হাওর,বড় হাওর,সব হাওর তল হয়ে গেছে। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হাওর।

    সুনামগঞ্জ, নেত্রকোণা, মৌলভীবাজার থেকে কিশোরগঞ্জ অবধি। হাওরের একমাত্র ফসল মওসুম, বোরো মওসুমের সব ধানের জমিন শেষ। হাওরাঞ্চলের কোনো বাজারেই মানুষের খাওয়ার জন্য চাল পাওয়া যাচ্ছে না। গরু-ছাগলের কী অবস্থা বুঝুন! চৈত্র মাসে হাওরে নিদান আছে। কিন্তু এবার কী ক্ষুধার যন্ত্রণায় ভুগবে হাওর? খাদ্যসংকট কী পরিমাণ চরম হয়ে ওঠবে ?

    চারধারে ঢেউ আর আফাল।আসুন আপনজনের এই বিপদে প্রিয়জনের জমিন, জিরাত ও জবান আগলে দাঁড়াই।দেখো বাংলাদেশ, পাহাড়ি ঢলের তলায় কালা কাজলের পাখি আছাড়িপিছাড়ি খায়…।