দুর্নীতির উর্ধে উঠে জন প্রতিনিধিদের কাজ করতে হবেঃজেলা প্রশাসক মীর নাহিদ

0
221

জুড়ী (মৌলভীবাজার) সাংবাদদাতাঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, দুর্নীতির উর্ধে উঠে সকল জনপ্রতিনিধিদের কাজ করতে হবে। এ কাজে শুধু একটু সাহস লাগে আর কিছুনা। বুকে সাহস নিয়ে কাজ করলে সমাজের সকল দুর্নীতিবাজরা এ কাজ করতে পারবেনা। এ কাজ করতে পারলেই প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে কোন বাঁধা থাকবে না।
সভাকক্ষে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, ওসি মোশাররফ হোসেন,ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিত শর্মা, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন প্রমুখ।
শপথ অনুষ্ঠানে উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলীম সেলুসহ সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেন।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম সেলু ও সদস্য ইনতিয়াজ গফুর মারুফ।