Monday 18th of January 2021 10:20:04 PM
Saturday 21st of February 2015 03:09:28 PM

দিনারপুর ফুলতলী মাদ্রাসায় রাহেল চৌধুরীকে সম্মাননা প্রদান

বৃহত্তর সিলেট, শিক্ষা ডেস্ক
আমার সিলেট ২৪.কম
দিনারপুর ফুলতলী মাদ্রাসায় রাহেল চৌধুরীকে সম্মাননা প্রদান

আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১ফেব্রুয়ারী,মতিউর রহমান মুন্নাঃ নবীগঞ্জের দিনারপুর পরগানাকে দ্বীনি শিক্ষার আলোয় আলোকিত করেছেন মুফতি মাওলানা গিয়াস উদ্দিন আহমেদ দিনারপুরী। ফুলতলী গাউছিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা, ক্বেরাত প্রশিক্ষণ, হাফিজিয়া মাদ্রাসা এবং খানকা প্রতিষ্ঠার মাধ্যমে অবহেলীত এই এলাকা এখন অনেকটাই অগ্রসর। তারই সুযোগ্য সন্তান মাওলানা শেখ ফরহদা ছাদ উদ্দিন আহমেদ লন্ডনের আরাম আয়েশ ত্যাগ করে প্রতিষ্ঠানগুলোকে আরও এগিয়ে নিয়েছেন। মানুষ এখন দ্বীনি শিক্ষার জন্য ফুলতলীতে আসেন।

পাশাপাশি ফুলতলী গাউছিয়া সুন্নীয় আলিম মাদ্রাসার সুন্নী সম্মেলনটি ঐতিহাসিক সমাবেশে রুপ নিয়েছে। মাদ্রাসার পাবলিক পরীক্ষার ফলাফলও আশানুরুপ। প্রতি বছরই সেখানে শতভাগ পাশের রেকর্ড রয়েছে। গত বৃহস্পতিবার রাতে ফুলতলী গাউছিয়া সুন্নীয় আলিম মাদ্রাসা প্রাঙ্গনে ঔতিহাসিক সুন্নী মহা সম্মেলনে ওলামায়েকেরামগন আলোচনায় অংশ নিয়ে এই প্রশংসা করেন।

অনুষ্টিত সম্মেলনে নবীগঞ্জের তরুন সমাজ সেবক উপজেলা যুবলীগের যগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল সহ অন্যান্য অতিথিদের দিনারপুর ফুলতলী গাউছিয়া সুন্নীয় আলিম মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করেন মাদ্রাসার সুপার মাওলানা শেখ ফরহাদ ছাদ উদ্দিন আহমদ।

এ সময় গোলাম রসুল চৌধুরী রাহেল সাথে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা শেখ রাসেল শরিফ, রুবেল আহমদ, কাজী শিপু প্রমুখ।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc