তাহিরপুরে দুই মসজিদে দুম্বার গোস্ত নিলামে বিক্রি!

    0
    346

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,৩০ডিসেম্বর,সুনামগঞ্জ প্রতিনিধিঃসুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সদর ইউনিয়নের দুটি মসজিদে সৌদি আরব থেকে আসা কোরবানীর গোস্ত (দুম্বা) লিলামে বিক্রি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। লিলামে বিক্রি করা দুটি মসজিদ হল-সদর ইউনিয়নের ২নং ওর্য়াডের গোবিন্দ্রশী জামে মসজিদ ও ঠাকুরহাঠি জামে মসজিদ।

    স্থানীয় সুত্রে জানাযায়,সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার তার ওয়ার্ডের জন্য ৪কেজি দুম্বার গোস্ত পায়। এর পর তিনি গত শুক্রবার ঐ দুটি মসজিদে সবার মাঝে বন্টনের জন্য দিয়ে দেন। জুম্মার পর ঐ মসজিদের মুতউল্লী সহ সবাই ঐ মাংস নিলামে তুলেন। নিলামে ৬০০টাকা সর্বোচ্ছ দর উঠে। গোবিন্দশ্রী গ্রামের স্থায়ী বাসন্দিা ও জামে মসজিদের মুসল্লি সেলিম আখঞ্জি নিলামে বিক্রির কথা শিকার করে বলেন,তিনি নিজেই ৬০০টাকায় নিলামে সর্বোচ্ছ ডাকে পেয়েছেন। অপর দিকে ঠাকুরহাটি জামে মসজিদের দুম্বার গোস্ত একই দামে ঐ গ্রামের ফারুক মিয়া নেন। এব্যাপারে ঐ দুটি মসজিদের দায়িত্বশীল কারোর বক্তব্য পাওয়া যায়নি।