তালেবানী রাষ্ট্র প্রতিষ্ঠার চক্রান্ত নসাৎ করতে হবে

    0
    235

    আমার সিলেট ডেস্ক,২৩ আগস্ট : যুদ্ধাপরাধীদের বিচারত্বরান্বিত সাম্প্রদায়িকতা, ধর্মীয় উগ্রবাদউস্কে দিয়ে দেশে তালেবানী রাষ্ট্র প্রতিষ্ঠার চক্রান্ত নসাৎ করতে হবে। দেশের যুবসমাজকে ভবিষ্যৎত মুখি মুক্তিযুদ্ধের চেতনার ধারক এবং উন্নয়নের বাহক হিসেবে গড়ে তোলার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।

    দেশে তালেবানী শাসন নয়, চাই মুক্তিযুদ্ধের চেতনার আলোকে দেশ পরিচালিত হউক। এ উপলক্ষে আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ মঞ্চের সম্মেলন সফলের গত ২২ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় দরগাগেইটস্থ অস্থায়ী কার্যালয়ে সিলেট জেলা শাখার সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জেলা জাসদের সভাপতি আলহাজ্ব কলন্দর আলীর সভাপতিত্বে জেলা সদস্য সচিব ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সিকন্দর আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আ.ন.ম শফিকুল হক একথা বলেন।

    তিনি বলেন, দেশের গণতন্ত্রের সার্থে সাংবিধানিক ভাবেই সকল দলকে নির্বাচনে অংশ নিতে হবে। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীন রাজনীতিবীদ জেলা ন্যাপের সভাপতি সৈয়দ আব্দুল হান্নান, গণতন্ত্রী পাটির সভাপতি ব্যারিষ্টার আরশ আলী, বিশিষ্ট আইনজীবি আর.কে ধর, সভায় বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক আরিফ মিয়া, মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সুবহান, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা আফরোজ আলী, মহানগর জাসদের দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ওয়ার্কার্স পার্টির পদ্ম চৌধুরী ও শফিক আহমদ, মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র দে, জি.কে কিবরিয়া, ন্যাপের এম.জে নাসের, জাকির হোসেন, অসিত ভট্টাচার্য্য, সিরাজুল ইসলাম তালুকদার, আবুল মঞ্জুর চৌধুরী প্রমুখ।

    সভায় ১৯৭৫ সালে ১৫ আগষ্ট ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার আহবান জানান।