জৈন্তাপুর প্রশাসনের অভিযান ৫০ বস্তা মটরশুটি আটক

0
777
জৈন্তাপুর প্রশাসনের অভিযান ৫০ বস্তা মটরশুটি আটক
জৈন্তাপুর প্রশাসনের অভিযান ৫০ বস্তা মটরশুটি আটক


রেজওয়ান করিম সাব্বির জৈন্তাপুর সিলেট প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর সীমান্তে পল্লীতে প্রশাসনের অভিযানে ৫০ বস্তা মটর শুটি আটক করেছে ৷পরে আটক কৃত মালামাল ৫০ হাজার টাকায় নিলামে বিক্রয় করা হয়।
৬ মে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী ম্যজিষ্ট্যাট এর নেতৃত্ব ১৯ বিজিবি’র আওতাধীন ১২৮৬ পিলার এলাকার সীমান্তবর্তী ঘিলাতৈল গ্রামে ভারতে মটরশুটি পাচারের জন্য গোদামজাত করে রাখা হয়েছে মর্মে গোপন সংবাদে জানতে পেরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয৷

নির্বাহী ম্যাজিষ্ট্যাটের সাথে মোবাইলকোর্ট নেতৃত্বদেন জৈন্তাপুর মডেল থানা পুলিশ, বিজিবি’র সদস্যরা ৷ মোবাইল কোর্ট পরিচালনার সময় ঘিলাতৈর গ্রামের একটি বাড়ী হতে ভারতে পাচারের লক্ষ্যে ৫০ বস্তা আমদানীকৃত মটরশুটি উদ্ধার করে জব্দ করা হয়৷ পরে জব্দকৃত মটর শুটি নিলামে ৫০হাজার টাকায় বিক্রয় করা হয়৷ এবং ১জনকে কৃষি বিপনন আইন ২০১৮ এর ১৯ ধারায় অনুযায়ী ৫০ হাজার টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয় এবং তা সাথে সাথে আদায় করা হয়।
এবিষেয় সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমেদ জানান, চোরাচালান প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান সীমান্তবর্তী প্রতিটি অঞ্চলে পরিচালনা করা হবে ৷