Monday 18th of January 2021 06:46:09 AM
Tuesday 27th of June 2017 04:49:45 PM

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় ৩ শিশু অাহতঃ২ জন গুরুত্বর

বৃহত্তর সিলেট ডেস্ক
আমার সিলেট ২৪.কম
জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় ৩ শিশু অাহতঃ২ জন গুরুত্বর

আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,২৭জুন,রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে সিলেট তামাবিল মহাসড়কের অাদর্শগ্রাম নামক স্থানে দ্রুতগামী সিএনজি চাপায় ৩শিশু অাহত হয়েছে৷

এলাকাবাসী সূত্রে জানা যায় ২৭ জুন মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট তামাবিল মহাসড়কের অাদর্শগ্রাম নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে৷ জৈন্তাপুর হতে জাফলংগামী একটি সিএনজি সাথে অাদর্শগ্রাম এলাকায় পৌছামাত্র চালক কোন কিছু বুঝে উঠার অাগে রাস্তা পার হওয়ার উদ্দ্যেশ্য জৈন্তাপুর ইউনিয়নের অাদর্শগ্রামের অাবু সালেহ মিয়ার ছেলে ইসমাইল (৮) দৌড় দিলে দ্রুতগামী সিএনজির নিচে পড়ে যায়৷

এঘটনায় সিএনজি উল্টে গেলে সিএনজি যাত্রীসহ ৩ জন অাহত হন৷ পথচারীরা দ্রুত অাহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে৷

এদিকে অাহতদের অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে৷ অাহতরা হলেন জৈন্তাপুর ইউনিয়নের অাদর্শগ্রামের অাবু সালেহ মিয়ার ছেলে ইসমাইল (৮)৷

সিএনজি যাত্রী দরবস্ত ইউনিয়নের করগ্রামের তরিকুল ইসলামের ছেলে হৃদয় (১৪) এবং তরিকুল ইসলামের ১বৎসরের মেয়ে (নাম জানা যায়নি)৷
অাহতদের মধ্যে ইসমাইল (৮) এবং তরিকুল (১৪) এর অবস্থা গুরুত্বর৷


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc