জৈন্তাপুরে মেম্বারের হামলায় মা-মেয়েসহ ৩জন গুরুতর আহত

    0
    271

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৮সেপ্টেম্বর,রেজওয়ান করিম সাব্বিরঃজৈন্তাপুরে এক ইউপি সদস্য’র হামলায় একই পরিবারের ৩জন গুরুতর আহত। আহত মাদ্রাসা ও কলেজ পড়ুয়া ২ মেয়ে প্রথমে জৈন্তাপুর হাসপাতালে এবং পরে মুমুর্ষ অবস্থায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটে ভর্তি করা হয়। এনিয়ে থানায় মামলা দায়ের, আসামী পলাতক।
    মামলার এজহার সূত্রে জানা যায়- গত ২৩ সেপ্টেম্বর সকাল ৮ টায় উপজেলার গৌরিশংকর পশ্চিম গ্রামের শাহিদ আলীর পরিবারে এক অতর্কিত হামলা চালান জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মনসুর আহমদ(৪৩) ও তার ছেলে সুজন আহমদ(১৯) স্ত্রী আনোয়ারা বেগম(৩৭)। তারা দেশীয় অস্ত্র-শস্ত্রে সংঘবদ্ধ হয়ে ভাবে নিরিহ পরিবারের উপর হামলায় চালায়৷ এঘটনায় গুরুত্বর আহত হন শাহিদ আলী স্ত্রী নেওয়ারুন নেছা(৩৫), ইমরান আহমদ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী শারমিন আক্তার(১৬) ও জৈন্তা দারুস সুন্না দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী রুবি আক্তার(১৩)। ঘটনার পর স্থানীয় গ্রামের লোকজন তাদেরকে উদ্ধার করে জৈন্তাপুর হাসপাতালে নিয়ে ভর্তি করে৷ দুই ছাত্রী সহ মায়ের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অসহাায় পরিবারের মহিলা ও যুবতি মেয়েদের উপর জনপ্রতিনিধি এরুপ নেক্ষার জনক হামলায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকার সাধারণ মানুষের মাঝে একটা গুঞ্জন শুনা যাচ্ছে, ইউ/পি সদস্য মনসুর শাহিদ আলীর বড় মেয়ে কলেজ ছাত্রী শারমিনের সাথে অনৈতিক সম্পর্ক করতে দীর্ঘ দিন থেকে চেষ্টা চালাচ্ছে। কিন্তু তার উদ্দেশ্য ছাত্রীর মা নেওয়ারুন টের পাওয়াতে সে সফল হতে পারেনি৷
    এদিকে ইউপি সদস্য মনসুরের বিরুদ্ধে এলাকায় মোহাজির পরিবারের ভূমি দখল, পাহাড় কর্তন, এছাড়া চোরাকারবারি ব্যবসা সহ মাদক ব্যবসার বিভিন্ন অভিযোগ রয়েছে৷ সম্প্রতি নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হয়ে সে অারও বেপরোয়া হয়ে উঠে৷
    এবিষয়ে ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট জানান- ঘটনাটি দুঃখ জনক৷ তিনি এ ঘটনার সুষ্ট তদন্ত পূর্বক অাইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান৷