জুড়ীতে চা শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ

0
433

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার সকল বাগানের চা শ্রমিকরা শনিবার (১৩ আগষ্ট) জুড়ী চৌমুহনী চতুর (চান্দগ্রাম-কুলাউড়া) সড়ক অবরোধ করে তাদের দাবী আদায়ের লক্ষ্যে নারী-পুরুষরা বিক্ষোভ প্রদর্শন করেছে। দুপুর ১১ টা থেকে ২টা পর্যন্ত এ সড়কটি তাদের দখলে রাখে। এতে করে রাস্তার দু’পাশে গাড়ীর দীর্ঘ লাইন হয়ে পড়ে। বাগাননের শত শত শ্রমিক মিছিল সহকারে এখানে এসে জড়ো হয়। পরিস্থিতি মোকাবেলায় জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এ মোয়িদ ফারুক সেখানে উপস্থিত হয়ে তাদের সাথে একাত্মা প্রকাশ করে বক্তব্য রাখেন। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
তার পরও তারা জুড়ী উপজেলা নির্বাহী অফিসা সুনিয়া সুলতানার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করতে যায়। সেখানে উপজেলার গেইট লাগিয়ে তাদেরকে বাধা প্রদান করা হয় বলে জানিয়েছেন অনেক শ্রমিক।
এ সময় তারা তাদের দাবী আদায়ের জন্য নানা শ্লোগান দিতে থাকে।