জুড়ীতে কুয়ায় পড়ে একজনের মৃতু!

0
424

এম এম শামসুল ইসলাম,জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের ছোট ধামাই গ্রামের ইয়াকুব আলীর মেয়ে পারুল বেগম (২২) শুক্রবার (২৯/৭) বিকেল অনুমানিক ৫টার দিকে কুয়ায় পড়ে ডুবে গিয়ে মৃত্যু বরণ করেছে। তাকে ঘরে না পেয়ে অনেক খুজাখুজির এক পর্যায়ে কুয়ায় গিয়ে পানির নড়াচড়া দেখে পরে
কুলাউড়া ফায়ার সার্ভিসে খবর দিলে শনিবার (৩৯/৭)বিকেল ৫ টায় মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
এসময় উপস্থিত ছিলেন জুড়ী থানার ওসি সঞয় চক্রবর্তী, পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুয়েল আহমদ, সাংবাদিক ও স্থানীয় জনগণ।
জুড়ী থানা ওসি সঞয় চক্রবর্তী বলেন, সে মানসিক রুগী ছিল বলে পরিবার ও এলাকার লোকজন বলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here