Tuesday 26th of May 2020 02:16:41 PM
Friday 3rd of April 2020 01:51:56 AM

জুড়ীতে কঠোর প্রশাসন, ৩ জনকে জরিমানা

আইন-আদালত, বিশেষ খবর ডেস্ক
আমার সিলেট ২৪.কম
জুড়ীতে কঠোর প্রশাসন, ৩ জনকে জরিমানা

হাবিবুর রহমান খান,জুড়ী প্রতিনিধিঃ সামাজিক দুরত্ব নিশ্চিত করার লক্ষে বেশ নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন জুড়ী। ২ এপ্রিল বৃহস্পতিবারে জুড়ী বাজারে যৌথভাবে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন সেনাবাহিনী ও পুলিশ।মানুষের চলাচল নিয়ন্ত্রনে আনতে থানার বিভিন্ন প্রান্তে বসে পুলিশের চেক পোষ্ট।সেনাবাহিনী জুড়ী বাজারের বিভিন্ন স্থানে মহড়া দেয়।অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের হলে তাদের ফিরিয়ে দেয়া হয়।
আজকের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অসীম চন্দ্র বনিক,সেনাবাহিনী পক্ষে ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের সেনা কর্মকতা ক্যাপ্টেন মাহদী হাসান এবং জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।
ইউএনও অসীম চন্দ্র বনিক জানান,অাইন অমান্য করায় ৩জন কে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থ দন্ড দেয়া হয়।লাইসেন্স ছাড়া গাড়ী চালানোয় সিএনজি চালক তাজুল ইসলাম ২০০০,কাপড়ের দোকানদার নৃপেন্দ্র দেব নাথ কে ১০০০ ও জুতার দোকানদার জুয়েল আহমদ কে ১০০০ টাকা করে জরিমানা করা হয়।
কিছু মানুষ অতি উৎসাহী হয়ে পথে বের হয়ে আসছে। তাই আমরা কঠোর অবস্থানে রয়েছি। আজ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। যদি কেউ অপ্রয়োজনে বাড়ি থেকে বের হয় তাহলে অর্থ ও জেল জরিমানা করা হবে।এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিক।

সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc