জুড়ীতে বিনামূল্যে পাঠ্যদানে ইংলিশ কোচিং সেন্টারের উদ্বোধন

    0
    294

    আমারসিলেট24ডটকম,২৬জানুয়ারী,সুমনঃ দরিদ্র হয়েও এলাকার উন্নয়ন ও গরিব ছাত্র ছাত্রীর লেখা পড়ার জন্য বিনামূল্যে কোচিং সেন্টার করেছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজীব বৈদ্য রাজু। মায়ের নামে করা এ কোচিং সেন্টার যার নাম দেওয়া হয়েছে “মনি ইংলিশ কোচিং সেন্টার”। জুড়ীতে বিনামূল্যে পাঠ্যদানে ইংলিশ কোচিং সেন্টারের উদ্বোধন-ছাত্রীদের বিনামূল্যে পাঠ্যদান করানো। রাজু একজন দরিদ্র পরিবারের সন্তান, শিক্ষকতার পাশাপাশি মৌলভীবাজার সরকারী কলেজে বি.এস.এস  অনার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত, তার বাড়ী উপজেলার ধামাই গ্রামে, চার বোনের মধ্যে রাজু সবার ছোট, বাবা একজন দরিদ্র কৃষক, মা গৃহীনি, পরিবারের সামান্য আয়ের মধ্যে থেকে মেধাবী ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে লেখাপড়ার সুযোগ করে দেওয়া তার একটাই উদ্দেশ্য ও গরীব ছাত্র-ছাত্রীর মুখে হাসি ফুটানো। এব্যাপারে রাজু বলেন, আমার আয়ের উৎস্য নেই বলে আমি কি মানব সেবায় নিয়োজিত থাকতে পারি না ? দেশের গ্রাম বাংলায় অনেক বিত্তবান ছাত্র-ছাত্রীর অভিভাবক বিভিন্ন ভালোমানের কোচিং সেন্টারে নিজেদের সন্তানদের পড়ান, কিন্তু একবারও গরীব ছাত্র-ছাত্রীদের কথা ভাবেন না, যার কারণে আজ সমাজে গরীব দুঃখীদের সন্তানরা মেধা থাকা সত্ত্বেও ঝরে পড়ে, তাই আমি চাই মরনকাল পর্যন্ত এ সেবাটি চালিয়ে যাবো।

    গত ২৩ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে উদ্বোধন করা হয় এ কোচিং সেন্টারের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূষন রুদ্র পালের সভাপতিত্বে ও রাজীব বৈদ্য রাজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য বশির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্ত জুড়ী উপজেলা প্রতিনিধি সাংবাদিক এ.বি.এম নূরুল হক, দৈনিক সংগ্রাম প্রতিনিধি এম. এম সামছুল ইসলাম, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি এম. রাজু আহমেদ, শিক্ষানুরাগী আব্দুল করিম, পরিচালনা কমিটি সদস্য ইয়াকুব আলী, বিদ্যালয় সহকারী শিক্ষক ঝুমা রানী দাস, লক্ষী রানী কর, জেসমিন আক্তারসহ ছাত্র-ছাত্রীর অভিভাবক ও এলাকার বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।