জুড়ীতে এস এস সি পাশের হার ৬৮.৫৫ ও দাখিলে ৭৯.২১

0
120

এম এম সামছুল ইসলাম, জুড়ী (মৌলভীবাজার): মৌলভীবাজারের জুড়ীতে এবারের এস এস সি পরীক্ষায় ১৯১১জন পরীক্ষার্থি অংশ গ্রহন করেছিল। তন্মোধ্যে পাশ করেছে ১৩১০ জন। পাশের হার ৬৮.৫৫/’. ।
এ প্লাস পেয়েছে ৭২ জন। তম্মোধ্যে জুড়ী সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ২৭, মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয় ১১, নিরধ বিহারী উচ্চ বিদ্যালয় ৫, জায়ফরনগর উচ্চ বিদ্যালয় ৪, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় ১৮, হোছন আলী উচ্চ বিদ্যালয় ১,কচুরগুল উচ্চ বিদ্যালয় ১, শিলুয়া উচ্চ বিদ্যালয় ৪ ও রাগনা বটুলি উচ্চ বিদ্যালয় ১ টি এ প্লাস পেয়েছে।
দাখিল পরীক্ষায় অংশ করেছে ৪০৪ জন পরীক্ষার্থী। তন্মোধ্যে পাশ করেছে ৩২০ জন। পাশের হার ৭৯.২১ ‘/. ।
এ প্লাস পেয়েছে ৭জন। তনমোধ্যে নয়াগ্রাম দাখিল মাদরাসা ৪, শাহখাকি (রহ:) আলিম মাদরাসা ২ ও নয়াবাজার ফাজিল মাদরাসা ১ জন এ প্লাস পেয়েছে।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি অংশ নেয়। মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here