জুড়িতে ট্রাক ও চা শ্রমিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় সড়ক অবরোধঃআহত-৩

0
235

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল চা বাগানে ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন এবং চা শ্রমিকদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ৩ জন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) রাতে।
এ ঘটনার জের ধরে শুক্রবার (২৭ জানুয়ারি) জুড়ী-ফুলতলা সড়কের সাগরনাল চৌমুহনী ও কলাবাড়ি বাজারে টানা ৩ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা ।
পরে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান ও শ্রমিক নেতৃবৃন্দের মধ্যস্থতায় অবরোধ তুলা হয়।

জানা যায়, ঘটনা দিন সাগরনাল চা বাগানের সাপ্তাহিক( ছুটি) বাজার ছিল । বাজার শে মালামাল নিয়ে জুড়ীতে ফিরছিল একটি ট্রাক। এসময় ড্রাইভার গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে বাগানের মার্কেটে ধাক্কা দিলে ২ টি দোকানের বেশ কিছু অংশ ভেঙে যায় এবং একটি সেলুনের পাকা দেওয়ালে ফাটল ধরে। এছাড়াও পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এই সময় বাগানের শ্রমিকরা গাড়িটি আটক করলে চালক এবং শ্রমিকদের মধ্যে হাতাহাতি শুরু হয় । উভয় পক্ষের সংঘর্ষে সাইমন মিয়া (২৮), ইসলাম উদ্দিন (২৬) নামে ২ জন চা শ্রমিক ও রাব্বি মিয়া  (৩০) নামে ট্রাক চালকসহ মোট ৩ জন গুরুতর আহত হন। পরে ওই ট্রাকটি সাগরনাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর মাষ্টারের জিম্মায় নেয়া হয়।