জিল্লুর রহমান দল, দেশ ও জাতির সংকট উত্তরণের বাতিঘর

    0
    616

    প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্মরণে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ যৌথ উদ্যোগে শোকসভার আয়োজন করেছে। রোববার নগরীর মুসলিম হলে চট্টগ্রাম  মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে  এ শোকসভা অনুষ্ঠিত হয়। president zillur

    উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এম এ সালামের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমেদ, মহিলা সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত নুরুল আমিন প্রমুখ।

    শোক সভায় বক্তারা বলেন,‘জিল্লুর রহমান ছিলেন দল. দেশ ও জাতির সংকট উত্তরণের বাতিঘর। তিনি আমাদেরকে হতাশার আবর্তে ঘুরে দাঁড়ানোর দীক্ষা দিয়ে গেছেন। তিনি মৃত নন, তিনি চিরজাগ্রত। তাকে আমরা বঙ্গবন্ধুর আদর্শিক রাজনীতির পূর্বসূরী হিসেবে ধারণ করবো।’

    বক্তারা আরও বলেন , ‘দলের প্রতি জিল্লুর রহমানের আনুগত্য এবং বিশ্বাস আমাদেরকে গভীর সংকট ও প্রেরণা দিয়েছেন। তিনি দলের নেতা হিসেবে আমাদেরকে সবসময় কাছে টেনেছেন। সংকট উত্তরণের জাগরণী শক্তি এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। তিনি আজ নেই, তবুও তিনি আমাদের সংকট উত্তরণের শক্তির উৎস।’