জিএসপি নিয়ে যুক্তরাষ্ট্র অসদাচরণ করছেঃঅর্থমন্ত্রী

    0
    472

    আমারসিলেট24ডটকম,ফেব্রুয়ারীঃ বিএনপির প্ররোচনায় যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা নিয়ে বাংলাদেশের সাথে অসদাচরণ করছে। আজ শুক্রবার সকাল ১১টায় সিলেটের কুমারগাঁওয়ে বেসরকারি শাহজাহান উল্লাহ জেনারেশন পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রবীণ নেতা আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের সাথে একথা বলেন।অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, জিএসপি সুবিধা নিয়ে আমেরিকা যা করছে তা ভুল। আমেরিকার এই অবস্থানের জন্য তিনি বিএনপির প্ররোচনাকেও দায়ী করেন।অর্থমন্ত্রী বলেন, “এই সরকার বৈধ সরকার। পাঁচ বছরের জন্য সরকার নির্বাচিত হয়েছে।” মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

    এ বছর বাজেটের আকার কেমন হবে সাংবাদিকদের এমনএক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “আড়াই লাখ কোটি টাকার মতো।”বেলা আড়াইটায় অর্থমন্ত্রী সিলেট শ্রীহট্ট কলেজের মাঠে ‘শ্রুতি’ আয়োজিত পিঠা উৎসবে যোগ দেবেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, “জিএসপি সুবিধা বাংলাদেশের জন্য কিছুই নয়।” তবে তিনি এই সুবিধা ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।