Thursday 1st of October 2020 09:39:59 PM
Friday 9th of May 2014 07:57:52 PM

জালালাবাদ থানার কালারুকার প্রবীন শিক্ষাবিদের ইন্তেকাল

বৃহত্তর সিলেট, শেষ দিন ডেস্ক
আমার সিলেট ২৪.কম
জালালাবাদ থানার কালারুকার প্রবীন শিক্ষাবিদের ইন্তেকাল

আমারসিলেট24ডটকম,০৯মে,হোসেইন চৌধুরীঃ জালালাবাদ থানার পুরান কালারুকার প্রবীন শিক্ষাবিদ (অবসর প্রাপ্ত) জালালাবাদ ইসলামীয়া একাডেমিক সম্মানীত উপদেষ্ঠা জনাব মাষ্টার গোলাম আহমদ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের সময় সিলেট ওসমানী হাসপাতালে ইন্তেকাল করেন। আজ শুক্রবার বেলা ১১টায় তাঁর নিজ বাড়ীর সামনে মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হয়। প্রবীন এই ক্ষাবিদের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের জানাযার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ গ্রহন করেন। খন্দকার আব্দুল মালিক ফাউন্ডেশনের সচিব জনাব মাহবুবুর রহমান, সাবেক চেয়ারম্যান আ.স.ম সায়েস্তা মিয়া, সাবেক চেয়ারম্যান মুশাহিদ আলী, সাবেক চেয়ারম্যান আজির উদ্দিন, সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান, মাষ্টার শামসুল ইসলাম সহ আলেম ওলামা ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন জানাযায় অংশ গ্রহন করেন। জানাযার নামাযে ইমামতি করেন মরহুমের ভাতিজা মাওলানা নুরুল মোক্তাকিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। কর্ম জীবনে তিনি আম্বরখানা কলোনী প্রাইমারী স্কুল, আখালিয়া কানিশাইল প্রাইমারী স্কুলে ও সর্বশেষ পুরান কালারুকা প্রাইমারী স্কুলে শিক্ষকতা করেন। অতপরঃ অবসর গ্রহন করেন।

তিনি কয়েক বছর যাবত শ্বাসকষ্ট রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তার স্ত্রী ও ৫ ছেলে সন্তান রেখে যান। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন। মরহুমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বিশিষ্ট আলেম ও লেখক খতিব মুফতী মুফিজুর রহমান, জালালাবাদ ইসলামী একাডেমীর পরিচালক মাওলানা সোয়েব আহমদ, সভাপতি জনাব নিজাম উদ্দিন মেম্বার, বিএনপি নেতা মাওলানা ময়নুল ইসলাম রাজা। এছাড়া শোক প্রকাশ করেছেন জালালাবাদ সাহিত্য পাঠাগারের সভাপতি আব্দুল হামিদ ও সেক্রেটারী লায়েক আহমদ।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc