Friday 18th of September 2020 05:34:49 PM
Tuesday 4th of August 2015 12:00:04 AM

জনতা ব্যাংক সিলেট বিভাগের অর্ধবার্ষিক ব্যবসায়িক সভা

অর্থনীতি-ব্যবসা ডেস্ক
আমার সিলেট ২৪.কম
জনতা ব্যাংক সিলেট বিভাগের অর্ধবার্ষিক ব্যবসায়িক সভা

আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৩আগস্টঃ সোমবার সকাল ১১টায় জনতা ব্যাংক লিমিটেড সিলেট এর আম্বরখানাস্থ জিএম অফিসে এক ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জনতা ব্যাংকের সিলেট বিভাগের জিএম মাহমুদুল হক মূখ্য আলোচক হিসাবে জনতা ব্যাংক সিলেট বিভাগের চলতি বছরের প্রথমার্ধের ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন, পরিবর্তিত পরিস্থিতিেিত বাৎসরিক লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল, শ্রেণীকৃত ঋণ আদায়, ভাল গ্রাহক নির্বাচনের মাধমে ঋণ প্রবাহ বৃদ্ধি এবং স্বল্প সুদের আমানত বৃদ্ধির উপর সবিশেষ গুরুত্বআরোপ করেন এবং যে কোন মূল্যে লক্ষ্যমাত্রাসমুহ অর্জনের জন্য সভায় অংশগ্রহনকারী নির্বাহীদের পরামর্শ প্রদান করেন।

পর্যালোচনা সভায় অংশ গ্রহন করেন সিলেট বিভাগীয় কার্যালয়ের ডিজিএম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, মৌলভীবাজার এরিয়া অফিসের ডিজিএম মোঃ শাহ আলম, সিলেট কর্পোরেট শাখার ডিজিএম মোঃ আবুল হোসেন, সুনামগঞ্জ এরিয়া অফিসের এজিএম মোঃ আবদুল ওয়াদুদ, হবিগঞ্জ এরিয়া অফিসের এজিএম মোঃ বেলায়েত হোসেন, জিন্দাবাজার কর্পোরেট শাখার এজিএম সন্দ্বিপ কুমার রায়, বৈদেশিক বিনিময় কর্পোরেট শাখার এজিএম মোঃ আব্দুর রহিম এবং মৌলভীবাজার কর্পোরেট শাখার এজিএম মোঃ মনিরুজ্জামান।

অংশগ্রহনকারী নির্বাহীবৃন্দ আলাচনায় অংশ গ্রহন করে তাদের সুচিন্তিত মতামত জ্ঞাপন করেন এবং ইতোমধ্যে প্রণীত কর্মকৌশলের সফল প্রয়োগের মাধ্যমে বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রতিশ্র“তি প্রদান করেন।প্রেস বিজ্ঞপ্তি


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc