চুনারুঘাটে ডাকাতি করতে প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার-৮

0
370
চুনারুঘাটে ডাকাতি করতে প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার-৮

এস এম সুলতান খান , চুনারুঘাট থেকেঃ চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ দাবী করেছে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে-বি-বাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার মো. মন্টু মিয়া সজল (২২), উজ্জ্বল মিয়া তোফাজ্জল (১৯), হবিগঞ্জ সদরের মো. জাহাঙ্গীর আলম নয়ন (২০), জাহিদ মিয়া (২২), মোশাহিদ মিয়া (২১), লিটন মিয়া (২১), শায়েস্তাগঞ্জ উপজেলার মারুফ মিয়া (১৮) ও মৌলভীবাজার সদরের সালাউদ্দিন (২৫)।

পুলিশ জানায়, বুধবার (১৭ নভেম্বর) ভোররাতে উপজেলার শানখলা ইউপির চলিতারআব্দা হাওরে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ডাকাতির সরঞ্জামাদিসহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার ১৭ নভেম্বর বিকেলে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here