চুনারুঘাটে আরেক বর্বরতাঃমহিলা শিশুসহ আহত-৫

    0
    275

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬সেপ্টেম্বর,স্টাফ রিপোর্টারঃএসব বর্বরতার শেষ কোথায় ? এসব বর্বরতার কঠিন শাস্তি হওয়া প্রয়োজন। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আলোনিয়া (গোয়াছপুর) এলাকায় পূর্ব পূর্ব বিরোধের জের ধরে মহিলা-শিশুসহ ৫ জন কে পিঠিয়ে আহত করেছেন প্রতিপক্ষ লোকজনেরা।এ ঘটনায় এলাকার সরল মানুষের এমনই আবেদন স্থানীয় প্রশাসনের কাছে।

    ৪ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টায় এঘটনাটি ঘটে। আহতরা হলেন – আয়েশা আক্তার রুমি(২৫), হাফিজা বানু(৭৫), জিবন (১২), রোখেয়া বেগম(৩৫), মোয়াজ ইবনে শওকত (৩)। স্হানীয় সূত্রে পাওয়া, ৪ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টায় পূর্ব বিরোধের জের ধরে ওই এলাকার জুয়েল মিয়া,  সোহেল মিয়া,আকলিমা আক্তার সোপন,সুফিয়া খাতুন, নাজমুল হাসান জাবেদ, আবিদ আব্দুস সালাম কনা, রিপন মিয়া, সোহাগ মিয়া সহ একদল দূর্বৃত্ত্বরা আহতদের বাড়িতে এসে তাদের উপর ও বাড়ি ঘরে এলোপাতাড়ি হামলা চালায়। তখন স্হানীয় লোকজন আহতদের কে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

    আহতরা জানিয়েছেন, সুফিয়া খাতুন নামে এই মহিলা তার বাড়িতে মদগাজা ও ইয়াবা সহ দেহ ব্যবসা করে আসছেন। তা আহতরা দেখতে পেয়ে স্হানীয় চেয়ারম্যান ও মেম্ববার কে এবিষয়ে কয়েকবার জানানো হলেও তারা এর কোন ব্যবস্থা নেন নাই। এরই জের ধরে চুনারুঘাটের সাংবাদিক শওকত আলীর স্ত্রী,মা, বোন,ছেলে ও ভাগ্নার উপর এলোপাতাড়ি হামলা চালায়। এবিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা কে জানানো হয়েছে। যথা শিগ্রই তদন্ত সহ ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদের একথা জানান তিনি।