চুনারুঘাটের রেমা বন বিটের মূল্যবান গাছ অবাধে পাচার

    0
    243

    আমারসিলেট24ডটকম,১২ডিসেম্বরঃ হবিগঞ্জ রেঞ্জ-২ চুনারুঘাট উপজেলার রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য রেমা বন বিটের মূল্যবান গাছ কেটে অবাধে পাচার করছে কুখ্যাত বনদস্যু সালাম, সফিক ও ইদ্রিছসহরা। জানা যায়, রেমা বন বিটে কর্মরত ফরেস্টার ডেপুটি রেঞ্জার তোফাজ্জল হোসেনকে ম্যানেজ করে উপজেলার আলীনগর গ্রামের কুখ্যাত গাছ চোর আব্দুস সালাম, লেংড়া সফিক ও ইদ্রিছ আলীসহ সংঘবদ্ধ গাছ পাচারকারীরা রেমা বন বিট বনাঞ্চলের বিড়াছড়া, কালাছড়া, ২০ নম্বর খাদের লামা, মেরেঙ্গা ছড়ানামক স্থান থেকে চাম, জাম, গর্জন, চিকরাশিসহ লালী জাতীয় ও বিভিন্ন জাতের বনাঞ্চলের গাছ কেটে অবাধে পাচার করে যাচ্ছে সংঘবদ্ধ পাচারকারীরা।

    এ বিটে বন রক্ষক তোফাজ্জল হোসেন ও গাছ পাচারকারীদের যোগসাজসের কারণে অবাধে গাছ পাচারবৃদ্ধি পাওয়ায় রশিদপুর বন বিটের মত এখন রেমা বন বিটের বনাঞ্চল মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে। রেমা বনাঞ্চলে কর্মরত তোফাজ্জল হোসেন বয়স্ক ও দীর্ঘ প্রায় ৪ বৎসর যাবৎ এ বন বিটে কর্মরত থাকার সুবাধে পাচারকারীরা রেমা বনাঞ্চলের গাছ অবাধে পাচারে জড়িত রয়েছে। তবে এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা পূর্বাঞ্চলের সাধারণ মানুষ ও সচেতন ব্যক্তিরা উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করছেন।