চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প কারখানা ভবনগুলোর স্থায়ীত্ব ত্রুটি ঝুঁকি চিহ্নিত করার কাজ শুরু

    0
    246
    চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প কারখানা ভবনগুলোর স্থায়ীত্ব ত্রুটি ঝুঁকি চিহ্নিত করার কাজ শুরু
    চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প কারখানা ভবনগুলোর স্থায়ীত্ব ত্রুটি ঝুঁকি চিহ্নিত করার কাজ শুরু

    চট্টগ্রাম, ১৮ মে : আজ শনিবার থেকে চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প কারখানা ভবনগুলোর ‘স্থায়ীত্ব, ত্রুটি ও ঝুঁকি’ চিহ্নিত করার কাজ শুরু। শনিবার থেকে এ অঞ্চলের কারখানাগুলোতে মাসব্যাপী পরিদর্শন শেষে একটি প্রতিবেদন তৈরি করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
    এ বিষয়ে বিজিএমইএ- এর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী জানিয়েছেন, বিজিএমইএ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ দুই প্রতিষ্ঠানের চারজন করে মোট আট সদস্য সমন্বয়ে যৌথ পরিদর্শন দল এ কাজ করবেন। সিডিএর কোনো সিনিয়র অফিসার আট সদস্য দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। চট্টগ্রাম অঞ্চলে তৈরি পোশাক শিল্প কারখানা ভবন সমূহের স্থায়ীত্ব, ক্রটি ও ঝুঁকিপূণ ভবন চিহ্নিতকরণ ও পরবর্তী পদক্ষেপ নির্ধারণের লক্ষ্যে এ যৌথ পরিদর্শন দল গঠন করা হয়েছে বলে জানান বিজিএমইর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী। শনিবার থেকে আট সদস্যের এ পরিদর্শন দলের কার্যক্রম শুরু হচ্ছে বলেও জানান তিনি। তবে চট্টগ্রাম ইপিজেড এ পরিদর্শনের আওতার বাইরে থাকবে বলে জানান তিনি।