গ্রাম আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠা নিশ্চিত করতে সংলাপ

    0
    265

    আমারসিলেট24ডটকম,১৬জানুয়ারী,দেলোয়ার হোসেন: ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)’র আয়োজনে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিক, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে এক স্থানীয় সরকার সংলাপ ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়েজ আহমদের সভাপতিত্বে এবং গোলাম সরওয়ার বেলাল ও আবুল হোসেন মোঃ হানিফের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল ইসলাম।

    সভায় বক্তারা বলেন- গ্রাম আদালতকে জমজমাট করতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সংলাপ অনুষ্ঠানে গ্রাম আদালতকে গতিশীল ও ন্যায় বিচার প্রতিষ্ঠা বিষয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন এমএমসি’র আঞ্চলিক সমন্বয়কারি মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন শ্রী মতি জয় রানী, ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক মানিক, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, দৈনিক নিউজ এর জৈন্তাপুর প্রতিনিধি সেলিম আহমদ।
    সংলাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সবুজ সিলেট পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি মোঃ রেজওয়ান করিম সাব্বির, দৈনিক সিলেটের ডাক পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি নূরুল ইসলাম, বিজয়ের কন্ঠ পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি সেলিম আহমদ, ফটো সাংবাদিক শাহজাহান কবির খাঁন, দৈনিক সিলেট সংলাপ পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি কে,এম লিমন, দৈনিক কাজির বাজার পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি রাজু আহমদ, ইউপি সদস্য রেহানা বেগম, কাজলী রানী বিশ্বাস, খালেদা বেগম প্রমুখ।