কুর্দিস্তানে ৭৯জন বাংলাদেশী আটক

    0
    220

    আমারসিলেট 24ডটকম,২৯সেপ্টেম্বর : ইরাকের কুর্দিস্তানে কয়েক মাস ধরে বিনা বিচারে ৭৯ জন বাংলাদেশি আটকা পড়ে আছেন তাদের কারাগারে । এখন তাদেরকে স্বদেশে ফেরত পাঠানোর বদলে ইরানে পাঠানো হবে বলে আশঙ্কা করা হচ্ছে! অনুপ্রবেশের অভিযোগে এ বাংলাদেশিদের আটক করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে কুর্দিস্তানের বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যম ।কুর্দিস্তান প্রদেশের রাজধানী সুলাইমানিয়ার বন্দিশিবিরের প্রধান, হিয়া শেখ আলী বলেন, এই বন্দিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য আদালতের আদেশের অপেক্ষায় রয়েছেন তারা। তিনি আরও বলেন, আমরা তাদের থাকা-খাওয়াসহ সব ধরনের প্রয়োজনীয়  ব্যবস্তা  গ্রহন করেছি।

    আরো জানা যায়,গত কয়েক বছর ধরে অর্থনৈতিক উন্নয়ন এবং স্থানীয় শ্রমিক ঘাটতি দেখা দেয়ায় ইরাকের কুর্দিস্তান অঞ্চলটিতে অনেক বিদেশি পাড়ি জমিয়েছে। মধ্য প্রাচ্যে কর্মরত এক বাংলাদেশির সাথে কথা বলে জানা যায়, তিনি বলে, কোন কোন  বাংলাদেশী মধ্য প্রাচ্যের বিভিন্ন এলাকা থেকে এখানে প্রবেশ করেছে বেশী বেতনের আশায় । দেশ থেকেও শত শত বাংলাদেশি গিয়েছিলেন।এরা সাধারণত পরিচ্ছন্ন কর্মী, গৃহকর্মী এবং নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন সেখানে।প্রাদেশিক পুলিশ সুত্রে  জানা যায়, তারা এ পর্যন্ত ১৮০ বাংলাদেশিকে আটক করেছে। এর মধ্যে বেশিরভাগকেই ফেরত পাঠানো হয়েছে। কিছু সংখ্যক বিভিন্ন কোম্পানির কাজ নিয়ে ছাড়া পেয়েছেন।