কিশোরগঞ্জের তৌফিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন

    0
    238

    আমারসিলেট24ডটকম,০২ডিসেম্বর,এস,এ,তালুকদারঃ  কিশোরগঞ্জের ছয়টি আসনে ১৬জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম -ইটনা-মিঠামইন) আসনে রাষ্ট্রপতিপুত্র রেজওয়ান আহাম্মাদ তৌফিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। আজ সোমবার ছিল মনোনয়পত্র জমা দেওয়ার শেষ দিন।
    জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আজ সোমবার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদের বড় ছেলে রেজওয়ান আহাম্মাদ তৌফিক। এ আসনে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়া তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলে রিটার্নিং অফিসারের সূত্রে জানা যায়।
    কিশোগঞ্জ-১(সদর-হোসেনপুর) আসনে আজ মনোনয়পত্র জমা দিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এ আসনে অন্য প্রার্থী হচ্ছেন, জাতীয় পার্টির মুস্তাইন বিল্লাহ। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, আওয়ামী লীগের অ্যডভোকেট সোহরাব উদ্দিন, জাতীয় পার্টির বদরুল আলম বাচ্চু, স্বতন্ত্র আনিসুজ্জামান খোকন।
    কিশোরগঞ্জ-৩(করিমগঞ্জ-তাড়াইল) আসনে আওয়ামী লীগের প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ, জাতীয় পার্টির যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সাংসদ আ.লীগ থেকে সদ্য পদত্যাগকারী ড. মিজানুল হক মনোনয়পত্র জমা দিয়েছেন।
    কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আফজাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ.লীগ নেতা অজয় কর খোকন, স্বতন্ত্র প্রার্থী  আশরাফ আলী মোল্লা ও জাপার প্রার্থী হিসেবে দ্বীন ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
    কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগের প্রার্থী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা ফখরুল আলম আক্কাছ ও জাতীয় প্রার্থী থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন রিয়াজুল হক।

    উল্লেখ্য,কিশোরগঞ্জ-৪(অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) আসনে একক ভাবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হতে মনোনয়ন প্রাপ্ত  প্রার্থীর  মনোনয়ন জমার প্রাক্ষালে স্তানীয় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও আওয়ামীলীগ নেতৃবৃন্দের সমন্বয়ে এক জরুরী আলোচনার একপর্যায়ে ভাটির রত্ন এডভোকেট মোঃ আব্দুলহামিদ মহামান্য রাষ্ট্রপতির সম্মানার্থে এলাকার উন্নয়ন কল্পে কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) আসনের প্রার্থীতা প্রত্যাহার করেছে ইসলামী ফ্রন্ট প্রার্থী(মোমবাতি মার্কা) আলহাজ্জ মাওলানা অলিউল্লাহ আশরাফী।