কাল শনিবার ২১তম জাতীয় টিকা দিবস

    0
    257

    আমারসিলেট24ডটকম,২০ডিসেম্বরঃ আগামীকাল শনিবার দেশে ২১তম জাতীয় টিকা দিবস পালন করা হবে। পোলিও নির্মূলের লক্ষ্য অর্জনকল্পে দেশে পোলিও মুক্ত অবস্থা বজায় রাখার জন্য এ দিনটি পালন করা হয়ে থাকে। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে জানানো হয়, শনিবার থেকে পরবর্তী ৪ দিন বাদপড়া শিশু অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় শূন্য থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে দুই ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হবে। এর ধারাবাহিকতায় ২১তম জাতীয় টিকা দিবস আগামী ২৫ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৩ সপ্তাহ ধরে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

    ক্যাম্পেইনের প্রথম সপ্তাহে (২৫ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি ২০১৪ সাল) সকল শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি অনুযায়ী এবং ২য় ও ৩য় সপ্তাহে (১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত) নিয়মিত টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উদ্দিষ্ট শিশুদের প্রাপ্যতা অনুযায়ী এমআর ও পোলিও টিকা প্রদান করা হবে বলে এক তথ্য বিবরণীতে জানানো হয় ।