কানাইঘাটে ২দিন ব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলনের প্রস্তুতি

    0
    250

    আমারসিলেট24ডটকম,১৩ফেব্রুয়ারী,বদরুলসিলেটের প্রাচীনতম ধর্মীয় বিদ্যাপীঠ শায়খুল হাদিস আল্লামা মুশাহিদ বায়মপুরী (রাহঃ) স্মৃতি বিজড়িত কানাইঘাট জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস মাদ্রাসার আগামী ২৬ ও ২৭ ফেব্র“য়ারী ২ দিন ব্যাপী ৬০ সালা দস্তারবন্দী মহাসম্মেলনকে সামনে রেখে ব্যাপক প্রচারণা চলছে। ইতিমধ্যে মাদ্রাসার পক্ষ থেকে সবধরণের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পথে। সম্মেলনকে সফল ভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে আল-মুশাহিদ (রাহঃ) ফুযালা পরিষদের উদ্যোগে সিলেটের বিভিন্ন স্থানে ফুযালা সমাবেশ, প্রচার প্রচারণা দীর্ঘ কয়েক মাস ধরে চলে আসছে। মাদ্রাসার মুহতামিম আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষ্মীপুরী মহান রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় করে বলেন, ৬০ সালা দস্তারবন্দী মহাসম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন। সকল মহলের কাছ থেকে আমরা সার্বিক সহযোগিতা পাচ্ছি। দেশ-বিদেশ থেকে আগত প্রখ্যাত আলেমগণকে দাওয়াত দেওয়া হয়েছে। তাদের মধ্যে ভারতের দারুল উলুম দেওবন্দের মহাপরিচালক আল্লামা আবুল কাসিম নুমানী, আওলাদে রাসুল সা. আল্লামা সায়্যিদ ক্বারী উসমান, আল্লামা সায়্যিদ মাহমুদ মাদানী, আল্লামা মুফতি সায়্যিদ সালমান মনসুরপুরী, আল্লামা সায়্যিদ আরফান ভারত, খলিফায়ে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী হাটহাজারী, আল্লামা নুমান আহমদ চট্টগ্রাম, আল্লামা মুফতি আব্দুর রহমান ঢাকা, আন্তর্জাতিক মুফাস্সিরে কুরআন আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, আল্লামা রশিদুর রহমান ফারুক বরুনী, আল্লামা শায়েখ মাহমুদুল হাসান ঢাকাসহ দেশের বরেণ্য উলামায়ে কেরাম সম্মেলনে যোগদান করবেন বলে মাদ্রাসার মুহতামিম আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস জানিয়েছেন।