Sunday 6th of December 2020 04:37:54 AM
Tuesday 21st of January 2014 10:22:12 PM

কর্মী নিয়োগের জন্য আমিরাতের প্রতি আহবান প্রধানমন্ত্রীর

বিশেষ খবর ডেস্ক
আমার সিলেট ২৪.কম
কর্মী নিয়োগের জন্য আমিরাতের প্রতি আহবান প্রধানমন্ত্রীর

আমারসিলেট24ডটকম,২১জানুয়ারীঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যোগ্য প্রকৌশলী, চিকিৎসক, নার্স, প্যারা মেডিকস, আইটি বিশেষজ্ঞ ও হিসাবরক্ষক গড়ে তুলেছে, যা আরব আমিরাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সক্ষম। তাই বাংলাদেশ থেকে অধিক জনশক্তি বিশেষ করে দক্ষ ও আধাদক্ষ কর্মী নিয়োগের জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহবান জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে আমিরাতের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. সাঈদ বিন হাজর আল শেহির সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ আহবান জানান।
ওই সময় সেখানে উপস্থিত ছিলেন, এম্বাসেডর এট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মোঃ ওয়াহিদ-উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ আবুল কালাম আজাদ। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। তিনি বলেন, দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে হালাল গোশত ও মাছ আমদানির জন্য আমিরাতের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী অবকাঠামো, কৃষিভিত্তিক শিল্প, বিদ্যুৎ, তেল, গ্যাস, খনিজ সম্পদ উত্তোলন, শিক্ষা ও আইটি খাতে আমিরাতের অধিক বিনিয়োগের আমন্ত্রণ জানান।
শেখ হাসিনা ঢাকা ও মংলা বন্দরের সঙ্গে চট্টগ্রামের স্থল কন্টেইনার ডিপো নিউমুরিং কন্টেইনার টার্মিনালের যোগাযোগের ক্ষেত্রে সরকারি পর্যায়ে দুবাই পোর্ট ওয়ার্ল্ডের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন বলে জানা যায়।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc