কমলগঞ্জ প্রেসক্লাবের ঐক্য

    0
    440

    কমলগঞ্জ(মৌলভীবাজার), ২৫ এপ্রিল :

    কমলগঞ্জ প্রেসক্লাবের ঐক্য
    কমলগঞ্জ প্রেসক্লাবের ঐক্য

    দীর্ঘ আড়াই বছর পর দ্বিধাবিভক্ত কমলগঞ্জ প্রেসক্লাবের দুটি গ্রুপ ও সাংবাদিক সমিতি একত্রিত হলো। কমলগঞ্জের দুটি প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির অর্ধ শতাধিক সংবাদকর্মী সমঝোতার লক্ষ্যে আড়াই বছর পর এক টেবিলে বসেন। সকল ভেদাভেদ ভূলে গতকাল বুধবার বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ঐক্য প্রক্রিয়ার এ সমঝোতা সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী। এতে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক আহমদ সিরাজ, সাপ্তাহিক ধলাই পত্রিকার সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, সহসভাপতি আব্দুর রাজ্জাক রাজা, সম্পাদক সাজিদুর রহমান সাজু,প্রেসক্লাব অপরাংশের সাবেক সভাপতি বিশ্বজিত রায়,সাবেক সহ-সভাপতি এম এ ওয়াহিদ রুলু, বর্তমান আহবায়ককে এস খসরু হেলাল, যুগ্ম আহ্বায়ক শাহীন আহমদ, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সহসভাপতি নুরুল মোহাইমিন মিল্টন,নির্বাহী সদস্য মুজিবুর রহমান রঞ্জু, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী। গতকাল বুধবার বিকেল ৪টায় শুরু হওয়া এ সমঝোতা সভা একটানা চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত। দীর্ঘ আলোচনার পর দুটি প্রেসক্লাবের কার্যকরি কমিটি বিলপ্ত ঘোষণা করে সাপ্তাহিক ধলাই পত্রিকার সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিনকে আহ্বায়ক ও প্রবীন সাংবাদিক আহমদ সিরাজকে যুগ্ম আহ্বায়ক করে দুই প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সদস্যদের নিয়ে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, নুরুল মোহাইমিন মিল্টন, কামরুল হাসান মারুফ, সুব্রত দেবরায় সঞ্জয়, আব্দুর রাজ্জাক রাজা, সাজিদুর রহমান সাজু, বিশ্বজিত রায়, এম এ ওয়াহিদ রুলু, কে এস খসরু হেলাল ও শাহীন আহমদ। সভায় আগামী ৩০ মে-এর মধ্যে কমলগঞ্জ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

    কমলগঞ্জে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন

    কমলগঞ্জ(মৌলভীবাজার), ২৫ এপ্রিল : ভবিষ্যতে বিনিয়োগ, কমাবে ম্যালেরিয়া এই প্রতিপাদ্যকে প্রাধান্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রন কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গন থেকে এক র‌্যালি বের হয়। র‌্যালি শেষে স্বাস্থ্য কমপে¬ক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সত্যকাম চক্রবর্তীর সভাপতিত্বে এবং ব্র্যাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি কমলগঞ্জ শাখার ব্যবস্থাপক শাহানা আক্তারের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহন করেন আবাসিক মেডিক্যাল অফিসার এবিএম সাজেদুল কবির, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক শাহীন আহমেদ, স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুল হক, পরিসংখ্যানবিদ মোজাহিদ আলী। সভায় বক্তারা নিজ নিজ অবস্থানে সচেতন থেকে ম্যালেরিয়া মুক্ত বাংলাদেশ গঠনে এগিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন।

    কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানে উত্তেজনা : ফ্যাক্টরীতে তালা

    কমলগঞ্জ, ২৪ এপ্রিল : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানে উত্তেজনা বিরাজ করছে। দুভাগে বিভক্ত হয়ে পড়েছেন সাধারণ চা শ্রমিকরা। আজ বুধবার সকালে বিভক্ত এক গ্র“প চা বাগানের ফ্যাক্টরীতে তালা ঝুলিয়ে দেয়। সাধারণ চা শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও ফ্যাক্টরীতে তালা ঝুলিয়ে দেয়ার ঘটনায় আজ চা বাগানের সকল কাজকর্ম বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ন্যাশনাল টি কোম্পানির কর্মকর্তাগণ ও প্রশাসনিক কর্মকর্তা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন।

    কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানে উত্তেজনা : ফ্যাক্টরীতে তালা
    কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানে উত্তেজনা : ফ্যাক্টরীতে তালা

    চা শ্রমিকরা জানান, গত ৮এপ্রিল বিস্কুট বিক্রেতা জলিল মিয়ার সাথে বিস্কুট নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন স্থানীয় ছাত্রলীগ নেতা আশিষ চক্রবর্তী সিপন। এ সময় বাগানের চিকিৎসক মন্তাজ মিয়া এর প্রতিবাদ করলে তার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন সিপন। এ ঘটনাকে কেন্দ্র করে চা বাগানে উত্তেজনা দেখা দিলে আওয়ামী লীগ পরিবারের সদস্যরা দুভাগে বিভক্ত হয়ে পড়েন। স্থানীয় আওয়ামী লীগ নেতারা গত ১০ বছর ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারী চিকিৎসক মন্তাজের পক্ষ অবলম্বন করেন। অপর দিকে ছাত্রলীগ অবস্থান নেয় চা বাগানের বিতর্ক শ্রমিক ছাত্রলীগ নেতা সিপনের পক্ষে। এদিকে সিপনের পক্ষে অবস্থান নিয়ে প্রায় দেড় শতাধিক শ্রমিক স্বাক্ষরিত আবেদনের মাধ্যমে বাগানের চিকিৎসক মন্তানকে অপসারণের জন্য বাগান ব্যবস্থাপকের নিকট লিখিত আবেদন করেন। এ নিয়ে চা বাগানে চাপা উত্তেজনা বিরাজ করলে গত ১৫ ও ১৬ এপ্রিল বাগানে দু-দফা সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাগান কর্তপক্ষ, চা শ্রমিক নেতারা, বাগান পঞ্চায়েত, স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে মৌখিক সিদ্ধান্ত হয় বাগানের চিকিৎসক মন্তাজকে একমাসের জন্য সাময়িক বরখাস্ত করার। এক মাসের বরখাস্ত খাটার পর আরও এক মাস বাগানে দায়িত্ব পালনের পর তাকে অন্যত্র বদলী করা হবে। সমঝোতা বৈঠকে এ সিদ্ধান্ত জানার পর বাগানের প্রায় ৫শতাধিক চা শ্রমিক স্বাক্ষরিত এক আবেদনের মাধ্যমে চিকিৎসকের বিরুদ্ধে নেয়া মৌখিক সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সাধারণ চা শ্রমিকরা বাগান ব্যবস্থাপকের নিকট দাবি জানান। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় এ নিয়ে বাগানে এক বৈঠক বসে। বৈঠকে বাগানের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, চা শ্রমিক পঞ্চায়েতগণ, শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। মঙ্গলবার বিকাল ৫টায় শুরু হওয়া ওই বৈঠক চলে রাত ৯টা পর্যন্ত। বৈঠক সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনায় বাগানের চিকিৎসকে সাময়িক বরখাস্ত ও অন্যত্র বদলীর সিদ্ধান্ত সঠিক হয়নি। পরে কোন সিদ্ধান্ত ছাড়াই ওই বৈঠক শেষ হয়। কিন্তু আজ সকাল ৬টার দিকে ছাত্রলীগ সিপনের নেতৃত্বে কতিপয় চা শ্রমিক চা বাগানের ফ্যাক্টরীতে তালা ঝুলিয়ে দিয়ে আজ বুধবারের মধ্যে বাগানের চিকিৎসক মন্তান মিয়াকে প্রত্যাহারের দাবি জানান। অপরদিকে বাগানের সাধারণ চা শ্রমিকরা বাগানের চিকিৎসক মন্তাজের বরখাস্ত ও বদলির সিদ্ধান্ত বাতিলের দাবিতে মুখোমুখী অবস্থান করলে চা বাগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় বাগানের সকল কাজকাম। ঘটনার খবর পেয়ে ন্যাশনাল টি কোম্পানীর মনু-ধলই ভ্যালীর ডিজিএম এ এস এম শাহাজান, ন্যাশনাল টি কোম্পানির বিভিন্ন বাগানের ব্যবস্থাপক, স্থানীয় জনপ্রতিনিধি, চা শ্রমিক নেতারা ঘটনাস্থলে পৌঁছেন। এর পর পরই কমলগঞ্জের ইউএনও জাহিদুল ইসলাম মিঞা, কমলগঞ্জ থানার ওসি নিহার রঞ্জন নাথ, মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসিদ আলী, সম্পাদক লক্ষীকান্ত সিংহসহ অন্যান্য নেতারা চা বাগানে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। এ সময় কমলগঞ্জের ইউএনও জাহিদুল ইসলাম মিঞা ও ওসি নিহার রঞ্জন নাথ শ্রমিকদের বক্তব্য শোনে আগামী সোমবার উপজেলা পরিষদ হলরুমে এ নিয়ে বৈঠকের কথা জানানোর পর চা শ্রমিকরা শান্ত হলেও কোন শ্রমিক কাজে যোগদান করেননি। তবে দুপুরের পর থেকে চা বাগানের ফ্যাক্টরীর উৎপাদন কাজ শুরু হয়। বাগান ব্যবস্থাপক সামছুল ইসলাম সেলিম জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। বাগানে আংশিক কাজ হয়েছে, বাকি কাজ আগামী রোববার পুষিয়ে দিবে বলে চা শ্রমিকরা জানিয়েছেন বলে তিনি জানান। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চা শ্রমিক জানান, আমাদের সমস্যাকে কেন্দ্র করে এখন আওয়ামী লীগ ছাত্রলীগ দুই মেরুতে অবস্থান করায় পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে।