Thursday 29th of October 2020 07:25:22 AM
Sunday 12th of April 2015 06:04:17 PM

কমলগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শামিম আহমদের দাফন সম্পন্ন

বৃহত্তর সিলেট, শেষ দিন ডেস্ক
আমার সিলেট ২৪.কম
কমলগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শামিম আহমদের দাফন সম্পন্ন

আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,এপ্রিলঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামিম আহমদ চৌধুরীর নামাজে জানাযা শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।গতকাল শনিবার সকাল ১১টায় কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজের পূর্বে প্রয়াত শামিম আহমদ চৌধুরী বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন কেন্দ্রীয় বিএনপির সদস্য এডভোকেট আবেদ রাজা, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র আবু ইব্রাহীম জমসেদ, প্যানেল মেয়র-১ মো. আনোয়ার হোসেন, বিএনপি নেতা কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, সাবেক ভাইস চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ হোসেন কুটি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জাতীয় পার্টির নেতা দুরুদ আলী, জামায়াত নেতা মাসুক মিয়া, হেফাজত নেতা লুৎফুর রহমান জাকারিয়া, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আহমদ বেলাল, মরহুমের বড়ভাই জহির উদ্দিন চৌধুরী ও মরহুমের ছেলে হুসাইনসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।
মরহুমের বড় ভাই বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কারাবন্দি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) প্যারেলে মুক্তি পেয়ে জানাযায় অংশগ্রহণ করেন। এর আগে শুক্রবার বিকেলে ঢাকার সেগুনবাগিচায় মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা শহরে ৩য় নামাজের জানাযা শেষে সেখান থেকে বিকাল ৪টায় মরহুমের কমলগঞ্জের খুশালপুরস্থ পাবিরবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি, সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট এবাদুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় বিএনপি সদস্য এডভোকেট আবেদ রাজাসহ জেলা বিএনপি সভাপতি এম, নাসের রহমান, সাধারণ সম্পাদক খালেদা রব্বানী, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন প্রমুখ।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc