Saturday 19th of September 2020 07:20:36 PM
Tuesday 29th of September 2015 10:34:33 PM

কমলগঞ্জে ৮ম মণিপুরী মুসলিম ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

খেলাধুলা ডেস্ক
আমার সিলেট ২৪.কম
কমলগঞ্জে ৮ম মণিপুরী মুসলিম ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯সেপ্টেম্বর:শাব্বির এলাহী:মৌলভীবাজারের কমলগঞ্জে জি, এম অগ্রদুত স্পোটিং ক্লাবের আয়োজনে ৮ম মণিপুরী মুসলিম ফুটবল টুর্ণামেন্ট-২০১৫এর ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ফয়েজ স্মৃতি সংসদ, দক্ষিণ কুমড়াকাপন-কে ৬-৫ গোলে হারিয়ে আদমপুর কোনাগাঁও বি দল চ্যাম্পিয়ান হয়েছে। পবিত্র  ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের মখাবিল সীমান্তে ৪দিন ব্যাপী  ৮ম মণিপুরী মুসলিম ফুটবল টূর্ণামেন্ট-২০১৫ ফাইনাল খেলা মঙ্গলবার বিকেলে অনুষ্টিত হয়।

ফাইনাল খেলা শেষে মঙ্গলবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম। এড. এএসএম আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন ও রেজাউল করিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, অধ্যক্ষ নুরুল ইসলাম, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো. সোলেমান মিয়া, বিশিষ্ট সমাজসেবক হাজী মো. জয়নাল আবেদীন ও আজিজুর রহমান।

উল্লেখ্য, মোট ২৪টি দল নিয়ে ঈদুল আজহার পরের দিন গত ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় ত্রিপুরার মলয়া এলাকার কাটা তারের বেড়া থেকে দেড় ’শ গজের মধ্যে ধলাই নদের তীরে বাংলাদেশের মখাবিল ফুটবল মাঠে এ টূর্ণামেন্টর উদ্বোধন করেছিলেন ৪৬ ব্যাটেলিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র অধিনায়ক ল্যা: কর্ণেল নাসির উদ্দীন পিএসসি। শনিবার সকাল নয়টা থেকে একেবারে সীমান্ত এলাকার এই ফুটবল মাঠে মুসলিম মণিপুরী দর্শকদের আগমণ ঘটে। দর্শকদের মাঝে শিশু ও বর্ণিল সাজে নারীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আয়োজক কমিটির সভাপতি লিয়াকত আলী, সম্পাদক আব্দুল খালিক ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা রেজাউল করিম জানান, মোট ২৪টি মুসলিম মণিপুরী ফুটবল দল এ টূর্ণামেন্টে অংশ গ্রহন করেছিল। প্রতিদিন তিন খেলায় মোট ৬ দল অংশ গ্রহন করছে। আয়োজকরা আরও জানান, বিশেষ করে ঈদুর আজহায় মুসলিম মণিপুরী সম্প্রদায়ের লোকজন সবাই নিজ নিজ বাড়িতে এসে এই ফুটবল টূর্ণামেন্টের মাধ্যমে ঈদ পূণর্মিলণীতে মিলিত হন। এটি একটি অন্যতম উৎসবে রুপ নিয়েছিল।


সম্পাদনা: News Desk, নিউজরুম এডিটর

আমারসিলেট২৪.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Place for advertisement
Place for advertisement

সর্বশেষ সংবাদ


সর্বাধিক পঠিত

এডিটর: আনিছুল ইসলাম আশরাফী, এনিমেটরস্ বাংলা মিডিয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদকীয় কার্যালয়: কলেজ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
Email: news.amarsylhet24@gmail.com Mobile: 01772 968 710

Developed By : i-Tech Sreemangal
Email : itech.official@hotmail.com
Facebook : http://facebook.com/itech.ctc