কমলগঞ্জে হাবিবা-কাইউম ট্রাস্টের ১৬-তম প্রতিষ্ঠা বার্ষিকী

    0
    215

    আমারসিলেট24ডটকম,১৩জানুয়ারী,শাব্বির এলাহীঃ  হাবিবা কাইউম কালচারাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট-এর ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১২ জানুয়ারী’১৪ বরিবার সকাল ১০ টায় শমসেরনগরস্থ হাবিবা কুঠিরে এক সাংস্কৃতিকর আড্ডার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। আড্ডার পর্যায়ক্রমিক আড্ডাপতির দায়িত্ব পালন করেন যথাক্রমে ডা. অবনী শর্মা ও নুরুজ্জামান চুনু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরঞ্জন দাশ, শ্রী অবনী কুমার শর্মা। অমলেশ শর্ম্মা ও নুর মোহাম্মদ তারাকী ওয়েছের সঞ্চালনায় আড্ডায় আলোচনা, আবৃতি ও সঙ্গীত পরিবেশনায় ছিলেন কবি শহীদ সাগ্নিক, তাপস পাল, শামসুল হক মিন্টু, মহামায়া শর্ম্মা, ইমরান আলী, মিনারা সাগ্নিক, হিমেল রহমান, নীলিমা আক্তার, সাকিব রহমান, খয়রুন আক্তার, রামদুলাল পাল, ইশতিয়াক সাগ্নিক প্রমূখ।

    অনুষ্ঠানে আগামীতে ট্রাস্টের স্থায়ী জায়গা নির্ধারণ, ট্রাস্টের প্রতিষ্ঠাতা শহীদ সাগ্নিকের অপ্রকাশিত রচনাসমূহ প্রকাশের উদ্যোগ, প্রস্তাবিত আব্দুর রউফ স্মৃতি পাঠাগার ও ছাবন মিয়া একাডেমী প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণের প্রস্তাব রাখা হয়। এছাড়া প্রতিষ্ঠাকালীন উপদেষ্ঠা কবি দিলওয়ার, জননেতা মফিজ আলী, বিপ্লবী কবি কায়সার খানসহ প্রতিষ্ঠাকালীন সভাপতি সৈয়দ কফিলউদ্দিনের প্রয়াণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। চা চক্রের মাধ্যমে সাংস্কৃতিকর আড্ডার প্রথম পর্ব সমাপ্ত হয়। আড্ডা দ্বিতীয় পর্ব লোক সঙ্গীত কেন্দ্রীক মুক্ত প্রাণের জলসা জননন্দিত শিল্পী সেলিম চৌধুরীর উপস্থিতিতে শীঘ্রই অনুষ্টিত হবে।