কমলগঞ্জে শুভ বড়দিন উদযাপন

    0
    226

    আমারসিলেট24ডটকম,২৫ডিসেম্বর,শাব্বির এলাহীঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল ডবলছড়া খাসিয়া পুঞ্জি ও শমশেরনগর চা বাগানে তেলেগু বয়েজ এন্ড গালৃস হোষ্টেল খ্রিষ্টান মিশনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শুভ বড়দিন উৎসব উদযাপন করা হয়।

    ২৪ ডিসেম্বর মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিটে  কেকে কেটে আনুষ্ঠানিকভাবে শুভ বড়দিন পালনের কর্মসূচী শুরু হয়। বড় দিন উপলক্ষ্যে  ডবলছড়া খাসিয়া পুঞ্জির আদিবাসী খাসিয়াদের প্রতিটি ঘর বর্ণিলভাবে সাজানো হয়। সিলেট বিভাগীয় আদিবাসী নেতা খাসিয়া গোত্র প্রধান পিডিসন দল মত ধর্ম নির্বিশেষে বড় দিন উপলক্ষে মধ্যাণ্যভেঅজের আয়োজন করেছিলেন। বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অতিথিরা ডবলছড়া খাসিয়া পুঞ্জিতে এসে কুশল বিনিময় করে মধ্যাণ্যভোজে যোগ দেন। দুপুরে ডবলছড়া খাসিয়া পুঞ্জির চার্চে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

    এদিকে শমশেরনগর চা বাগানে অবস্থিত তেলেগু বয়েজ এন্ড গার্লস খ্রিষ্টান হোষ্টেলেও মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে কেকে কেটে বড় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।  ধর্ম বর্ণ নির্বিশেষে অতিথিরা তেলেগু বয়েজ এন্ড গার্লস হোষ্টেলে এসে বড় দিনের কুশল বিনিময় করেন।